এই ওয়েবসাইটটি সবচেয়ে ভালো ভাবে দেখতে হলে Mozilla Firefox, Microsoft Edge অথবা Apple Safari browser ব্যবহার করুন।

অজ্ঞাত রচনা  :  বিচার         
পরিচ্ছেদ: / 5
পৃষ্ঠা: / 8
যমুনাবাই বলিলেন, 'এরূপ হীনতা রাঠোন সেনাপতির মুখে বিদ্রূপের মত বোধ হয়, যাহা হউক কেমন করিয়া তাহাকে বন্দী করিলে?'

'মহারানি! বলিতে লজ্জা হয়—দুই সহস্র সৈন্য লইয়া একশত রাজপুতকে ঘিরিয়া ফেলি। কিন্তু তাহা মহারানীর আদেশ।'

যমুনাবাই হাসিয়া বলিলেন—'ভাল আমিই আদেশ দিয়াছিলাম, যেমন করিয়া পার ভরত সিংহকে বন্দী করিতেই হইবে।'

'ভরত সিংহ একশত মাত্র অনুচর লইয়া বিশাখা পাহাড়ে শিকার করিতে গিয়াছিল, সংবাদ পাইয়া আমি চতুর্দিকে বেষ্ঠন করিয়া একশত জন রাজপুতকেই বন্দী করিয়াছি—তাহারা কেহ যুদ্ধ করে নাই।'

'কেন?'

'চেত্তারাজের কুলপ্রথা যে, মৃগয়ার দিন নরহত্যা করে না।'

মন্ত্রী কহিলেন, 'এখন তাহাদিগের উপর কি শাস্তিবিধান করিবেন?'

যমুনা বলিলেন, 'ভরত সিংহ বিদ্রোহী, তাহার বিচার পরে হইবে। আর একশত জন রাজপুত সৈন্যের কর্ণচ্ছেদ করিয়া তাড়াইয়া দাও।'

সভাসুদ্ধ সকলে শিহরিয়া উঠিল, 'মহারানি! এই কি রাজাজ্ঞা?'